হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ
হিফজ শিক্ষাবোর্ড
হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ এর অধীনে হিফজুল কুরআন প্রতিযোগিতা ও হিফজ শিক্ষক প্রশিক্ষণ কোর্স হুফফাজ প্রতিষ্ঠার শুরু লগ্ন থেকেই কার্যক্রম চলে আসছে। সারাদেশের হিফজ বিভাগ গুলোকে ঐক্যবদ্ধ করে জাতীয় পর্যায়ে একটি হিফজ শিক্ষাবোর্ড গঠনের নিমিত্তে সংগঠনের কার্যনির্বাহী কিমিটির সভায় শিক্ষাবোর্ড গঠনের ব্যাপারে ব্যাপক আলোচনা হয়েছে এবং একটি বোর্ডের অধীনে সকল হিফজ বিভাগ পরিচালনা করার নিমিত্তে সংগঠনের শিক্ষাবিভাগ গত ২০১১ সনে গঠন করা হয় জাতীয় হিফজ শিক্ষাবোর্ড। আর এ বোর্ড গঠনের মধ্যদিয়ে যেনো পূর্ণতা লাভ করল ফাউন্ডেশনের শিক্ষা বিভাগ। শিক্ষাবোর্ড গঠনের মাত্র কয়েক মাসের মধ্যেই আয়োজন করা হয়েছে কেন্দ্রীয় হিফজ সমাপনি পরীক্ষা অনুষ্ঠানের এবং এতে ব্যাপক সাড়াও পড়েছে গোটা দেশে।